Posts

Showing posts from January, 2022

২০২১ - ২০২২ ইং শিক্ষাবর্ষের সরকারী IHT & MATS এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ..

২০২১ - ২০২২ ইং শিক্ষাবর্ষের সরকারী IHT & MATS এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ..

HAPPY NEW YEAR 2022

HAPPY NEW YEAR 2022,, Love from Mats & Iht Admission Helps Team..
 সরকারী ম্যাটস ও আই এইচ টি সমূহে ভর্তি হতে হলে নিম্নোক্ত জিনিস গুলো লাগবে : ১। এস.এস.সি পাশের মূল সার্টিফিকেট। ২। এস.এস.সি পাশের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট। ৩। ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। ৪। জেলায় স্থায়ী বাসিন্দা সম্বলিত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি।
 ১। ম্যাটস্ কোর্স - ৩ বছর একাডেমিক ও ১ বছর ইন্টার্নশিপ। ২। আই.এইচ.টি কোর্স -  ৩ বছর।
 সরকারী আইএইচটি সমূহ :  ১। ঢাকা ২। রাজশাহী ৩। বগুড়া ৪। চট্রগ্রাম  ৫। বরিশাল  ৬। রংপুর  ৭। ঝিনাইদহ  ৮। সিলেট  ৯। সিরাজগন্জ ১০। সাতক্ষীরা ১১। জামালপুর  ১২। টুঙ্গিপাড়া ( গোপালগন্জ ) ১৩। গাজীপুর  ১৪। জয়পুরহাট ১৫। কাশিয়ানী ( গোপালগন্জ )
 সরকারী ম্যাটস্ সমূহ :  ১। বাগেরহাট ২। কুষ্টিয়া ৩। নোয়াখালী ৪। সিরাজগন্জ ৫। টাংগাইল ৬। কুমিল্লা  ৭। ফরিদপুর  ৮। ঝিনাইদহ ৯। সাতক্ষীরা  ১০। টুঙ্গিপাড়া ( গোপালগন্জ ) ১১। নওগা
 ★ ম্যাটস্ ও আই এইচ টি তে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার নিয়মাবলীঃ ★ বিজ্ঞান বিভাগ হইতে সর্বনিম্ন জি.পি.এ ২.৫০ হলে আবেদন করতে পারবেন। আপনাকে প্রথমে যা করতে হবে  - ★ অনলাইনে আবেদন করে এমন একটি দোকানে যেতে হবে,সাথে নিম্নোক্ত জিনিসগুলে নিয়ে যাবেন -: ১। আপনার এস.এস.সি পরীক্ষার এডমিট কার্ড ও মার্কশীট। ২। এক কপি পাসপোর্ট  সাইজের ছবি। ৩। সচল সিম সহ একটি মোবাইল ফোন। ★ বিঃ দ্রঃ - কোঠা থাকলে,আবেদন করার সময় তা উল্লেখ করতে হবে।

নেটিশ :

২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে সরকারী ম্যাটস্ ও আইএইচটি সমূহে  ভর্তি হন ভবিষ্যৎ গড়ুন।  ♥আমরা সব সময় আছি আপনাদের সহযোগিতায়।